ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদ মানে

আবুল কালাম আজাদ
🕐 ১:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০২১

ঈদ মানে

ঈদ মানে আনন্দ-ঈদ মানে খুশি
কিন্তু আমাদের জীবনে এই ‘মানে’ কোনোদিন সত্য হয়নি
ঈদ আসে-

সব আনন্দ মুছে গিয়ে আমাদের মুখ আরও মলিন হয়
বেদনায় নীল হয় আমাদের হৃদয়
ঈদ আসে-
আবারও প্রমাণ হয় আমরা গরিব-আমরা নিঃস্ব
চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেয়া হয় আমরা পরমুখাপেক্ষী
ঈদের আভিধানিক অর্থ
আমরা আমাদের জীবনে কোনোদিন উপলব্ধি করতে পারিনি
জাকাত-ফিতরা থেকে পাওয়া যৎসামান্য অর্থ বা কাপড়
অথবা ছুটোছুটি করে কুড়িয়ে পাওয়া গোশত
কাউকে আনন্দিত করতে পারে না- সুখী করতে পারে না
হাত পেতে এইসব করুণা আমরা নিতে চাইও না
আমরা কাজ চাই- উপযুক্ত শিক্ষা চাই
বৈষম্যহীন সমাজ চাই-সম্পদের সুষম বণ্টন চাই
চাই সর্বত্র সঠিক সমতা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper