ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোটি মানুষের উন্নয়নদূত

আলতাফ হোসেন
🕐 ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

স্বীকৃতি
অশোকা ফজলে হাসান আবেদকে অন্যতম ‘গ্লোবাল গ্রেট’ স্বীকৃতিতে ভূষিত করেছে। তিনি এই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাকাডেমি ফর সোশ্যাল এনট্রাপ্রেনিওরশিপ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। ২০১০ সালে জাতিসংঘের মহাপরিচালক বান কি মুন ফজলে হাসান আবেদকে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর ‘স্বনামধন্য ব্যক্তিবর্গে’র একজন হিসেবে নিয়োগ প্রদান করেন।

জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার
শিক্ষা উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় ইদান পুরস্কারের জন্য মনোনীত (২০১৯)। বিশ্ব জনস্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদান ‘টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ’ পদক (২০১৬)। বিশ্ব খাদ্য পুরস্কার (২০১৫)। লিও তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক (২০১৪)। সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি পুরস্কার (২০১৩)। ওয়াইজ পুরস্কার (২০১১)। এন্ট্রাপ্রেনিওর ফর দ্য ওয়ার্ল্ড পুরস্কার (২০০৯)। দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকার জন্য ব্রিটেন কর্তৃক ২০০৯ খ্রিস্টাব্দে ‘নাইটহুডে’ ভূষিত। ডেভিড রকফেলার পুরস্কার (২০০৮)। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন আজীবন সম্মাননা পুরস্কার (২০০৭)। প্রথম ক্লিনটন গ্লোবাল সিটিজেন পুরস্কার (২০০৭)। হেনরি আর. ক্রাভিস পুরস্কার (২০০৭)। গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার (২০০৪)। সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুব-উল-হক পুরস্কার (২০০৪)। জাতীয় আইসিএবি (২০০৪)। গেইটসম্যান ফাউন্ডেশন পুরস্কার (২০০৩)।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper