ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমাজের মূলধারা থেকে দূরে থাকা যৌনপল্লীর শিশুরা আলোর পথে

বাতিঘর ডেস্ক
🕐 ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০১৯

শুধু দায়িত্ববোধ নয়, মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সোনার বাংলা চিলড্রেন হোম। আর ব্যতিক্রমী এই মহৎ ও বৃহৎ কর্মকাণ্ডের উদ্যোক্তা হলেন সোসাইটি ফর সোসাল সার্ভিসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া। সোনার বাংলা চিলড্রেন হোমের বিষয়ে সম্প্রতি প্রতিবেদকের কথা হয় আব্দুল হামিদ ভূইয়ার।

তিনি জানান, যৌনপল্লীর শিশুরা সাধারণত শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। সমাজের মূলধারা থেকে যোজন যোজন দূরে তাদের অবস্থান। এসএসএস বিশ্বাস করে যে, সমাজের কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে বা অবহেলা করে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

দেশের নাগরিক হিসেবে শিক্ষা গ্রহণ, আশ্রয় বা বাসস্থান, স্বাস্থ্যসেবা প্রাপ্তির মৌলিক অধিকার যৌনকর্মীদের ছেলে-মেয়েদের অবশ্যই রয়েছে। নানা সীমাবদ্ধতা ও সমস্যার মধ্য দিয়ে হলেও অবহেলিত এসব অধিকার বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে এসএসএস কিছুটা চেষ্টা করছে মাত্র।

পড়ালেখা শেষ করার পর তাদের কর্মক্ষেত্রের দায়িত্বও নিয়েছে এসএসএস। ব্যবসার পুঁজি কিংবা চাকরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সোসাইটি ফর সোসাল সার্ভিসের পক্ষ থেকে।

আব্দুল হামিদ ভূঁইয়া
নির্বাহী পরিচালক
এসএসএস

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper