ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধুকে লিখিত ভাসানীর বাজেয়াপ্ত চিঠি

বিশেষ আয়োজন ডেস্ক
🕐 ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

[কারকুন বাড়ি লেন, ঢাকা থেকে ৩০-০৪-১৯৫১ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লিখিত আবদুল হামিদ খান ভাসানীর বাজেয়াপ্ত চিঠি]

১৮নং কারকুন বাড়ি লেন, ঢাকা।
৩০/৪/৫১

দোয়াবরেষু
আমি সর্বদাই গ্রাম অঞ্চলে বাস করি কারণ গ্রামের মরণাপণ্য কৃষক মজুরদের অবস্থা ভালো না হইলে এবং পাকিস্তান শুধু কয়েকজন বড় লোকের নহে। সাড়ে সাত কোটি লোকের পাকিস্তানের উন্নতি স্বজনপ্রীতি, দুর্নীতি, অনাচার, দমনের ব্যবস্থা আদর্শ রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব সবাকেই গ্রহণ করিতে হইবে। প্রাণের চেয়ে প্রিয় জিনিস পাকিস্তানের প্রত্যেক নাগরিককে অনুভব করিতে হইবে। তোমার মুক্তির জন্য সরকারের দৃষ্টি বহুবার আকর্ষণ করিয়াছি কিন্তু ছেলে অন্ধ হইলে নাম পদ্মলোচন রাখলে লাভ কি! ধৈর্য্য ধারণ কর। আল্লাহ তোমার সঙ্গে আছেন। দেশের মুক্তির সঙ্গে তোমার মুক্তি। সরকার অস্থায়ী প্রতিষ্ঠান, রাষ্ট্র স্থায়ী এবং আমার দোয়া জানিও এবং সকল বন্দিদিগকে জানাইও।

আবদুল হামিদ খান ভাসানী

To :
Janab Sk. Mujibur Rahman
Security Prisoner
Faridpur Jail, Dt. Faridpur

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper