ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধু চিঠি

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:২২ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

[০৬-০৭-১৯৫২ তারিখে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অফিস থেকে ছাত্রনেতা খালেক নেওয়াজের মায়ের কাছে আচারগাঁও, পোঃ নান্দাইল, ময়মনসিংহের ঠিকানায় লিখিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি]

East Pakistan Awami

Muslim League
9, Nawabpur Road, Dacca

আম্মা,
আমার ভক্তিপূর্ণ ছালাম নিবেন। আপনি আমায় জানেন না। তবুও আজ লিখতে বাধ্য হচ্ছি। আপনার ছেলে খালেক নেওয়াজ আজ জেলখানায়। এতে দুঃখ করার কারণ নাই। আমিও দীর্ঘ আড়াই বৎসর কারাগারে কাটাতে বাধ্য হয়েছি। দেশের ও জনগণের দুঃখদুর্দশা দূর করার জন্যই সে আজ জেলখানায়। দুঃখ না করে গৌরব করাই আপনার কর্তব্য। যদি কোন কিছুর দরকার হয়, তবে আমায় জানাতে ভুলবেন না। আমি আপনার ছেলের মত। খালেক নেওয়াজ ভাল আছে। জেলখানা থেকেই পরীক্ষা দিচ্ছে। সে মওলানা ভাসানী সাহেবের সাথে আছে।

আপনার স্নেহের
শেখ মুজিবুর রহমান

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper