ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১১ মার্চের ধর্মঘট

মহিউদ্দিন আল আমান শাহেদ
🕐 ১১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ওই দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বত্র রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ধর্মঘট পালিত হয়। ভাষার দাবিতে এটিই ছিল প্রথম ধর্মঘট। এ ধর্মঘট ভাষা আন্দোলনের গতিকে আরও বাড়িয়ে দেয়। ১১ মার্চ সকালে ছাত্ররা ঢাকা শহরের বিভিন্ন স্থানে সমবেত হন এবং পিকেটিং শুরু করেন। তাদের হুংকারে সেদিন ঢাকার রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছিল। শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদসহ কয়েকজন সচিবালয়ের প্রথম গেটে (আব্দুল গণি রোড) পিকেটিং শুরু করেন এবং সচিবালয়ের দ্বিতীয় গেটে (তোপখানা রোড) পিকেটিং করেন শওকত আলী, কাজী গোলাম মাহবুব, বরকত প্রমুখ। পিকেটিং চলাকালে সচিবালয়ের দ্বিতীয় গেটে উপস্থিত হন পুলিশের আইজি জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একপর্যায়ে তারা তাদের গাড়িসহ সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। তখন শওকত আলী, কাজী গোলাম মাহবুব এবং অন্যরা তাদের বাধা দেন, যাতে কোনোভাবেই তারা গাড়ি নিয়ে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে না পারেন।

এক পর্যায়ে পুলিশ কাজী গোলাম মাহবুব ও বরকতকে গ্রেফতার করার পর শওকত আলী গাড়ির সামনে পা লম্বা করে সোজা মাটিতে শুয়ে পড়ে গাড়ির পথরোধ করেন। তখন তাকেও গ্রেফতার করা হয়। পুলিশ এক হাত দিয়ে ধরে রাখলে শওকত আলী অন্য হাত দিয়ে গাড়ির বাম্পার ধরে রাখেন। এ সময় তাকে টেনে-হিঁচড়ে বেশ অনেকখানি সামনে নিয়ে যাওয়া হয়। আহত শওকত আলীসহ অন্যদের নিয়ে যাওয়া হয় ওয়াইজ ঘাটের কোতোয়ালিতে। সেখানে এর আগেই শামসুল হক, শেখ মুজিবুর রহমান, অলি আহাদসহ অন্যদের গ্রেফতার করে রাখা হয়েছিল। কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর প্রথমে মামলা করা হয়, তারপর বেলা প্রায় ৪টার দিকে শামসুল হক, শেখ মুজিবুর রহমান, শওকত আলী, কাজী গোলাম মাহবুবসহ অন্যদের ঢাকা জেলখানায় স্থানান্তরিত করা হয়।
[পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি : বদরুদ্দীন উমর]

লেখক : গবেষক, ভাষাসৈনিক শওকত আলীর সন্তান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper