ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রূপগঞ্জে নবীন-প্রবীণের যুদ্ধ

মাহবুব আলম প্রিয়
🕐 ৪:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

রূপগঞ্জে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। ৩রা ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরপর প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে নবীন-প্রবীণের যুদ্ধ শুরু হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না থাকায় সেখানে লড়াইয়ের তীব্র ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নবীনরা আলোচনায় থাকলেও মূলত পুরনোরাই নতুন করে পদের বিপরীতে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচ্য হচ্ছেন।

আগামী ৩১শে মার্চ ৪র্থ দফায় আয়োজিত রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৫/৬ জন থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ তাবিবুল কাদির তমাল ও মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেলের নাম আলোচিত হচ্ছে। এরা সকলেই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াকে চূড়ান্তভাবে দলের প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছে। শাহজাহান ভূঁইয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হলে বিকল্প প্রার্থী হিসেবে আলহাজ তাবিবুল কাদির তমালের মনোনয়ন পাবার সম্ভাবনা রয়েছে।

উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন হওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন ৯ জন। তারমধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হারেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোতাহার হোসেন ভূঁইয়া নাদিম, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. সাইফুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক আব্দুল আলিম সরকারের নাম অধিক আলোচিত হচ্ছে। নবীন প্রার্থীদের মাঝে আলহাজ মোতাহার হোসেন ভূঁইয়া নাদিম জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে। ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকায় উপজেলা যুব সমাজের বৃহৎ একটি অংশ তার পক্ষে কাজ করছেন। সমাজসেবা ও হতদিরদ্রদের স্ব ঊদ্যোগে দান খয়রাতে অংশ নিয়ে তিনি আলোচিত হয়ে আছেন। তরুনরা কাজ করছে এ প্রার্থীকে জয়ী করাতে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দশের অধিকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছে। তারমধ্যে অন্যতম বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা। এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী অ্যাড. শায়লা তাহসীন সিথী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আক্তার চম্পা, দাউদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা আলোচনায় রয়েছেন।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper