ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বে-জন্মা

মীর আকরাম উদ্দীন আহম্মদ
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

তরুণী হতেই আমায় যারা
মিষ্টি বুলি শোনায়-
ছোটবেলায় তারাই আমায় বেজন্মা বলেছে।
হানাদারের বদরক্ত নাকি বইছে আমার গা’য়!

পাথর-কঠিন মা’কে যেদিন অবুঝ মনে নালিশ করা,
সেদিনই প্রথম কাঁদতে দেখা হাহাকারে।
জানতে পারা বীরঙ্গনার কন্যা আমি-
সেই থেকে মা একলা নাকো, চিরকালের বন্ধু মোরা।

স্বাধীন দেশ-স্বাধীন ভূমি,
এখনও তবু নিয়তই দৃষ্টিশরে বিদ্ধ আমি-
প্রতিটা দিন মুক্তিযুদ্ধ,
বেঁচে থাকার প্রতিদিনই বিজয় দিবস।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper