ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সব সুবিধার স্মার্টফোন!

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

সব সুবিধার স্মার্টফোন আনছে হুয়াওয়ে। নোভা থ্রি আই আকর্ষণীয় মডেলের এ স্মার্টফোন হুয়াওয়ের নতুন চিপসেট কিরিন ৭১০, কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারের চারটি ক্যামেরা এবং এর সঙ্গে লেটেস্ট ইএমইউআই ৮.২, সব মিলিয়ে তৃতীয় প্রজন্মের ডিভাইসটি দারুণ এক অনুষঙ্গ।

ট্রেন্ডি ডিজাইন : ট্রেন্ডি ডিজাইন এবং নিপুণ দক্ষতার মাধ্যমে এ ডিভাইসটিকে ডিজাইন করা হয়েছে। যা একে ফ্যাশনে রেখেছে এগিয়ে।

ডিসপ্লে : নতুন প্রজন্মের ফুলভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নোভা থ্রি আই স্মার্টফোনে। ৬.৩ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি প্লাস সমর্থিত এবং এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯ যা ৮৫ শতাংশ পর্যন্ত সঠিক রং নিশ্চিত করে।

চারটি এআই ক্যামেরায় সেরা ছবি : স্মার্টফোনটির সামনে রয়েছে দুটি ক্যামেরা এবং পেছনে আরও দুটি ক্যামেরা। সামনে থাকা ডুয়েল ফ্রন্ট ক্যামেরায় দারুণ সব ন্যাচারাল সেলফি তোলা সম্ভব।

২৪+২ এমপি ফ্রন্ট ক্যামেরা : ২৪ মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেলের দুটি ফ্রন্ট ক্যামেরায় ব্যবহারকারীকে অসাধারণ অভিজ্ঞতা দেবে হুয়াওয়ে নোভা থ্রি আই।

প্রফেশনাল প্রোর্ট্রেট : প্রফেশনাল প্রোর্ট্রেট ছবি তোলার জন্য হুয়াওয়ে নোভা থ্রি আইতে আছে পাঁচটি ভিন্ন প্রফেশনাল লাইটিং ইফেক্ট। এর মধ্যে আছে সফট লাইটিং, বাটারফ্লাই লাইটিং এবং স্টেজ লাইটিং।

থ্রিডি কিউমোজি : মজার সেলফি তোলার জন্য হুয়াওয়ে নোভা থ্রি আইতে আছে বিশেষ ফিচার যা মুখের অভিব্যক্তি অনুযায়ী থ্রিডি কিউমোজি তৈরি করে যা জিআইএফ কিংবা ভিডিও আকারে বন্ধুদের সঙ্গে শেয়ার করার সুবিধা রয়েছে।

ফ্লাগশিপ ক্লাস পারফর্মেন্স : সফটওয়্যার এবং হার্ডওয়্যারের নিখুঁত সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে হুয়াওয়ে নোভা থ্রি আই।

কোথায় পাবেন : ২৮ হাজার ৯৯০ টাকা দামের ফোনটি হুয়াওয়ের অনুমোদিত ব্র্যান্ড ও রিটেইলার শপে পাওয়া যাবে।

 
Electronic Paper