ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২১

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম

গত সোমবার (৪ অক্টোবর) ছয় ঘণ্টা বন্ধ থাকার দিনটি শুধুই যে ব্যবহারকারীদের বিপাকে ফেলেছিল তা কিন্তু একদমই নয়। ওই দিনটি ফেসবুকের ইঞ্জিনিয়ারদেরও বহুদিন মনে থাকবে। কারণ শুধু বিভ্রাটই নয়, বিক্রি হতে চলেছিল ফেসবুকের নাম তথা ফেসবুক ডট কম ডোমেইনটি।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ ফেসবুকের সমস্ত অ্যাপ ডাউন হবার পর অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যেমন: টুইটার, রেডিটে অনেকে স্ক্রিনশট দিতে শুরু করেন।

যেখানে দেখা যায়, ডোমেইন বিক্রয়কারী সংস্থার ওয়েবসাইটে দেখাচ্ছে, ‘Facebook . Com আপ ফর সেল’। এতে অনেকেই ভেবে বসেন ফেসবুকের ডোমেইন বিক্রি হবে। এমনকি মজার ছলে অনেকে নিলামে ওঠা নামটির জন্য বিড বা ডাক দিতে শুরু করেন। এ বিষয়ে মজা করে একটি রিটুইটও করেন টুইটারের প্রধান জ্যাক ডরসিও।

পরবর্তীতে জানা যায়, যে ওয়েবসাইটগুলি ডোমেইন নাম বিক্রি করে এবং স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় ডোমেইন নামগুলি অনুসন্ধান করে তারা অটোম্যাটিকালি বিক্রির জন্য ফেসবুকের নাম তালিকাভুক্ত করা শুরু করে দেয়। যদিও কিছুক্ষণ পর ডোমেইন বিক্রয়কারী সংস্থাগুলি এটি ম্যানুয়ালি সংশোধন করে ফেলে।

 
Electronic Paper