ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্ধ হচ্ছে ‌গুগল প্লাস

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০১৮

ব্যক্তিগত তথ্য ফাঁসের দায়ে বন্ধ হচ্ছে গুগল প্লাস। একটি সফটওয়্যার সিকিওরিটি বাগের জেরে কমপক্ষে ৫০০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। একথা সোমবার নিজেদের ব্লগে পোস্ট করে স্বীকার করেছে গুগল। সমস্যা মোকাবিলায় গুগল প্লাসের সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে বলে পোস্টে জানিয়েছে গুগল।

গুগল ওই সিকিওরিটি বাগ এবং তার ধাক্কায় তথ্য ফাঁসের সম্ভাবনার কথা গত মার্চ মাসেই জানতে পেরেছিল। তারপর তা মেরামতও করা হয়। কিন্তু কোম্পানির সম্মানহানির আশঙ্কা এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে ভয়ে সেই খবর অক্টোবর পর্যন্ত চেপে রেখেছিল গুগল কর্তৃপক্ষ।

গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। সে সময় গুগল ওই বাগের কথা জানতে পারে তখনই মার্ক জুকারবার্গের ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছিল। যার জন্য বিচারের কাঠগড়ায় আসতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতাকে।

তবে গুগলের দাবি, এখনও কোনও কোম্পানি বা হ্যাকাররা ওই বাগের খোঁজ পায়নি। তাই কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্যও সর্বসমক্ষে আসেনি।

তথ্য ফাঁসের খবর প্রকাশ্যে আসার পর আমেরিকার প্রাইভেসি অ্যাডভোকেট জেফ চেস্টার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, গুগলের এই কাজ বুঝিয়ে দিচ্ছে তারা ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে বিশ্বাসযোগ্য নয়। মার্কিন কংগ্রেসেও গুগলের এই কাজের কড়া সমালোচনা হয়েছে। এটা গুগলের নিজস্ব সমস্যা যার দায় তাদেরই নিতে হবে বলে মনে করছেন বড় বাণিজ্যিক কোম্পানিগুলির কর্তারা। ইন্টারনেট বিল রাইটস আনার দাবি তুলেছেন সিলিকন ভ্যালির সাংবাদিকরা।

 
Electronic Paper