ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধে ডিএনডি সেবা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

মোবাইলে প্রমোশনাল এসএমএস বন্ধে ডিএনডি সেবা

মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে যদি ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করা হয় বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।

গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হবে।

 
Electronic Paper