ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুগল ম্যাপে নতুন ফিচার

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮

নতুন এই ফিচার ব্যবহার খুবই সহজ। বার থেকে গুগল ম্যাপস ব্যবহার করে দল বেঁধে ঘুরতে যাওয়া যাবে। নতুন এই ফিচারে একসঙ্গে দল বেঁধে প্ল্যান করতে সাহায্য করবে এই নেভিগেশন অ্যাপ। একই সঙ্গে দূরত্বের সঠিক তথ্য পাওয়া যাবে। পাওয়া যাবে কম দূরত্বের রাস্তার সঠিক খবর।

যেখানে যেতে চান ম্যাপে সেই জায়গাতে প্রেস করে হোল্ড করে শর্টলিস্টে ঢুকিয়ে দিন। এরপরে স্ক্রইনের পাশে একটি ফ্লোটিং বাবল এসে যাবে। একবার সেই লোকেশন শর্টলিস্টে যোগ হলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করা যাবে এই তথ্য।

এরপরে আপনার বন্ধুরাও প্রয়োজনে সেখানে নতুন লোকেশন যোগ করতে পারবেন। এরপরে ভোটাভুটির মাধ্যমে বন্ধুরা কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে নিতে পারবেন।

আপাতত অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা গুগল ম্যাপসে এই ফিচার ব্যবহার করতে পারবেন। খুব শিগগিরই আপনার ডিভাইসে এই ফিচার পৌঁছে যাবে।

 

 

 
Electronic Paper