ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চালকহীন বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালাল তুরস্ক

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৪, ২০২১

চালকহীন বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালাল তুরস্ক

নিজেদের তৈরি চালকহীন বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালিয়েছে তুরস্ক। গত সোমবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন। খবর আনাদোলু এজেন্সির।

আতাক ইলেকট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি বিদ্যুতে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘ্যের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। উৎপাদক প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, এরই মধ্যে তারা ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক ও তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।

গত মাসেই নিজেদের তৈরি বৈদ্যুতিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

 
Electronic Paper