ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিভাবে কম্পিউটারে অফলাইনে গুগল ক্যালেন্ডার ব্যবহার করবেন

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২১

কিভাবে কম্পিউটারে অফলাইনে গুগল ক্যালেন্ডার ব্যবহার করবেন

Google এর বিভিন্ন পরিষেবার মধ্যে গুগল ক্যালেন্ডার (Google Calendar) যথেষ্ট জনপ্রিয়। গত মাসে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিনটি কম্পিউটারের ইউজারদের জন্য গুগল ক্রোমে গুগল ক্যালেন্ডার ব্যবহারের সুবিধা দিয়েছিল। এমনকি এই ফিচারটি অফলাইনেও ব্যবহার করা যাবে। ফিচারটি ডিফল্ট ভাবেই গুগল ক্রোমে যুক্ত হয়েছে। অর্থাৎ আপনাকে আলাদা ভাবে এটি সক্রিয় করার দরকার নেই।

তবে কোনোভাবে অ্যাডমিন যদি কোনো ডোমেইনে ফিচারটি ডিসেবল করে ফেলেন তাহলে প্রত্যেকটি ইউজারের জন্য গুগল ক্যালেন্ডার ফিচারটি বন্ধ হয়ে যাবে এবং তাদের কে আলাদা আলাদা ভাবে এটি সক্রিয় করতে হবে। আসুন জেনে নিই কিভাবে কম্পিউটারে গুগল ক্যালেন্ডারের অফলাইন সাপোর্ট সক্রিয় করা যাবে।

– সর্বপ্রথম Google Calendar ওপেন করুন।

– এরপর ডানদিকের কোণায় Setting এর ওপর ট্যাপ করুন।

– এবার বাম দিকে General অপশন পাবেন এবং এরমধ্যে Offline অপশনটিতে ক্লিক করুন।

– এরপর Turn on offline calendar বক্সে টিক দিন।

– এবার পেজটি রিলোড করুন।

মনে রাখবেন এই ফিচার সংক্রিয় হয়ে গেলে, আপনি গত চার সপ্তাহের আগের ইভেন্টগুলি দেখতে পাবেন। তবে আপনি ভবিষ্যতের যেকোনো তারিখ সপ্তাহ, দিন, মাস প্রভৃতি সিলেক্ট করে খুঁজতে পারবেন।

 
Electronic Paper