ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টুইটারে যোগ হলো অডিও সম্প্রচার সুবিধা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮

ফের নতুন একটি ফিচার এনেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটারের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে সরাসরি শুধু অডিও সম্প্রচারের সুবিধা থাকছে টুইটারে। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন কিন্তু তাকে দেখতে পাবেন না।

শুক্রবার ঘোষণা করা এ ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন।  তবে নতুন এ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
টুইটারে এর আগে ২০১৬ সালে ভিডিও লাইভ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং এই সাইটটি। এ ছাড়া সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, টুইটারে নতুন আরও কিছু ফিচার যোগ হতে যাচ্ছে।

 
Electronic Paper