ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ফেসবুকে নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
🕐 ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে এমনটি বলা হয়।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর ভুয়া প্রতিষেধকের বিজ্ঞাপন ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে গ্যারান্টি নিয়ে করোনার প্রতিষেধক, মাস্ক বিক্রি করা হচ্ছে। এর আগে গতমাসেও ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছিল, করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর সকল তথ্য মুছে ফেলবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

 
Electronic Paper