ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্যামসাংয়ের নতুন ফোনে সমস্যা!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

২০১৯ সাল জুড়ে আলোচনায় ছিল ফোল্ডিং ফোন। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো মনে করছে, এবার ফোল্ডিং ফোনের যুগ চলে আসছে। স্যামসাং কয়েকদিন আগেই তাদের প্রথম ফোল্ডিং ফোন চীনে উন্মুক্ত করেছে। ফোনটি মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি কিছু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই ফোল্ডিং ফোনের ছবি পোস্ট করে অভিযোগ করেছেন এর ডিসপ্লেতে সমস্যা আছে।

জানা গেছে, স্যামসাং কিছু সাংবাদিককে এই ফোন রিভিউ করতে দিয়েছিল। কিন্তু একদিন ব্যবহারের পর তারা দেখে, ফোনটি মাঝখান থেকে ভাঙতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে এই ফোন ২৬ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। তার আগেই এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে স্যামসাংকে।

স্যামসাং জানিয়েছে, ফোনটি একটি স্পেশাল প্রোটেক্টিভ লেয়ারের সাথে তৈরি করা হয়েছে। যাতে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেকে সুরক্ষিত রাখা যায়। এটি কোনো স্ক্রিন প্রোটেক্টর নয়। তাই এটিকে তোলার চেষ্টা যেন না করা হয়। এই ফোনের বাইরে ৪.৬ ইঞ্চি ডিসপ্লে এবং ভিতরে ৭.৩ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।

 
Electronic Paper