ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফোনে বুঁদ থেকে যে বিষয়গুলো মিস করছেন

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

যোগাযোগের জন্য অপরিহার্য মোবাইল ফোন। সেজন্য এখন এটি জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেকের ক্ষেত্রে মোবাইল ফোন কেবল যোগাযোগের উপকরণই থাকছে না, তাদের আসক্তির উপাদানও হয়ে উঠেছে। বিশেষ করে এ প্রজন্মের শিশু-কিশোর-তরুণদের। চলতে-ফিরতে, রাস্তা-ঘাটে, গাড়িতে-বাড়িতে সর্বত্র এদের অনেককে স্মার্টফোনে বুঁদ থাকতে দেখা যায়।

একটি প্রতিবেদন মতে, ব্রিটেনের শিশুরা প্রতি সপ্তাহে গড়ে ৪৪ ঘণ্টা কাটায় স্মার্টফোনের দিকে তাকিয়েই। অর্থাৎ সাত দিনের মধ্যে দুদিনই তাদের চলে যায় স্মার্টফোনে। ডিজিটাল ডিভাইস সহজলভ্য হয়ে যাওয়া অনেক দেশেরও চিত্র একইরকম। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

এত দীর্ঘসময় স্মার্টফোনে তাকিয়ে থাকার কারণে চোখ-মস্তিষ্কসহ স্বাস্থ্যে তো নেতিবাচক প্রভাব পড়েই। স্মার্টফোন আসক্তির কারণে এ প্রজন্ম বঞ্চিত হচ্ছে জগতের আরও অনেক সুন্দর কিছু থেকে। যেমন-

১. সূর্যাস্ত
২. পূর্ণিমা
৩. সুপারমুন (পৃথিবীর খুব কাছে অবস্থানের সময় পূর্ণ গোলাকার ও উজ্জ্বল চাঁদ)
৪. বজ্রপাতের দৃশ্য
৫. গাড়ির ছোটাছুটি
৬. এস্ক্যালেটর বা চলন্ত সিঁড়ির শেষ প্রান্ত
৭. ছুটন্ত ঘোড়া
৮. বরফে নাচানাচি-খেলাধুলা
৯. নদীতে অস্তগামী সূর্যের রক্তিম আলোর ছটা
১০. মাকড়সার জাল
১১. টাকার নোটে কোন পাশে কীসের ছবি
১২. ল্যাম্প-পোস্টের মোহনীয় আলো
১৩. শহরের রাস্তায় খোলা চুলোয় রান্না
১৪. ফুলে ফুলে ছেয়ে যাওয়া গাছ এবং পরিপূর্ণ ফুল
১৫. তীব্র বাতাসেও শঙ্খচিলের উড়ে চলা
১৬. পাখির খাবার বিনষ্টে কাঠবিড়ালীর কারসাজি
১৭. খাবারের জন্য কুকুর-বিড়ালের লড়াই
১৮. একটি চলাচলযোগ্য বাইসাইকেল
১৯. আতশবাজি
২০. বৃষ্টি-শিলাবৃষ্টি
২১. আয়নায় নিজের চোখ পাকিয়ে তাকানো এবং হাসাহাসি করা
২২. চা-কফি ফেরিওয়ালার সংগ্রামমুখর চেহারা
২৩. বহু আগের চেনা একটা মানুষের সঙ্গে বহুদিন পর সাক্ষাতের অনুভূতি
২৪. নতুন গ্রাফিতি বা দেয়ালচিত্র
২৫. কারও আকর্ষণীয় হাসি
২৬. কারও বিরক্তি
২৭. পাশে দাঁড়ানো বয়স্ক মানুষ বা গর্ভবতী নারী, যার জন্য আসন ছেড়ে দেয়া দরকার
২৮. নিজের গন্তব্য
২৯. কোনো তারকার সামনে দিয়ে চলে যাওয়া
৩০. প্লেটে রাখা খাবারের রঙ ও সত্যিকার স্বাদ
৩১. নিজের পোষা কুকুর, যেটি দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে আছে
৩২. নিজের আদরের বিড়াল, যেটি দুষ্টুমি করে বেড়াচ্ছে
৩৩. সুন্দর ঘুম

 

 
Electronic Paper