ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিন ভাঁজ করা যাবে স্যামসাং গ্যালাক্সি এক্স

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:১১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

তিন ভাঁজ করে পকেটে গুটিয়ে রাখা যাবে এমন একটি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি এক্স।
জানা গেছে, এই ফোনে ৬ জিবি র‌্যাম থাকবে। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গ্যালাক্সি এক্স ২০১৮ সালের আগস্টে বাজারে আসতে পারে।

এই ফোনে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না। ১ লাখ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না।
কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। এছাড়া ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে এই ফোনে।

 

 
Electronic Paper