ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহাকাশে আমিরাতের প্রথম নভোচারী

আব্দুল্লাহ আল শাহীন, ইউএই
🕐 ১১:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ঘোষণা অনুযায়ী গত বুধবার ইউএই সময় বিকাল ৫টা ৫৭ মিনিটে কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’-এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

আমিরাতের এ নভোচারী সঙ্গে করে পবিত্র আল কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন। এছাড়া পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সঙ্গে নিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রথম এ নভোচারী আগামী ৩ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টা ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই দেশটি মহাকাশে নভোচারী পাঠাবে। সেই ঘোষণার বাস্তবায়ন হলো এ নভোচারীর যাত্রা।

 
Electronic Paper