ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৫০ পূর্বাহ্ণ, জুলাই ০৮, ২০১৮

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী। তিনি ধনকুবের ওয়ারেন বাফেটের স্থলাভিষিক্ত হলেন। এতদিন বাফেটই তৃতীয় ধনী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। খবর সিএনএনের।

ব্লুমবার্গ এর তথ্যমতে, শুক্রবার জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮১ দশমিক ৬ বিলিয়ন বেড়ে যাওয়ার ফলে অবস্থানের বদল হয়। ‘ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স’ এ দেখা যায়, বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী বাফেটের চেয়ে জাকারবার্গের সম্পদ ৩৭ কোটি ৩০ লাখ ডলার বেশি। কারণ ফেসবুকের শেয়ার ২ দশমিক ৪ ভাগ বেড়েছে। চলতি বছরে বেড়েছে ১৫ ভাগ।
এই প্রথম বিশ্বের প্রথম তিনজন ধনী প্রযুক্তি খাত আসলেন। আমাজন ডটকমের প্রধান জেফ বেজোসের সম্পদ ১৪১ বিলিয়ন ডলারের সমপরিমাণ। এর আগে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চলতি বছর মার্কেটের অবস্থা ভাল না হলেও প্রযুক্তি খাত উন্নতি লাভ করেছে। নেটফ্লিক্স এর শেয়ার দ্বিগুণ হয়েছে। আমাজনের শেয়ার বেড়েছে ৪৬ ভাগ, অ্যাপলের ১১ এবং গুগলের ৯ ভাগ বেড়েছে। বিনিয়োগের কৌশল নিয়ে কাজ করা সিএফআরএ রিসার্চের কৌসুলি লিন্ডসে বেল গত মাসেই আশা প্রকাশ করেছিলেন যে, প্রযুক্তি খাত আগামী বছর মার্কেটকে প্রভাবিত করবে।

 
Electronic Paper