ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মহাবিশ্বে খোঁজা হচ্ছে বাসযোগ্য গ্রহ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

বেশ কয়েক বছর যাবৎ সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে অনেক গ্রহের সন্ধান পেয়েছেন। সেসব গ্রহে প্রাণী কিংবা মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব রয়েছে কি না, বিজ্ঞানীরা তারও অনুসন্ধান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় একটি গবেষণা প্রতিবেদন বলছে, সৌরজগতের বাইরে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ আরও রয়েছে। এমনকি সেসব গ্রহের কোনো কোনোটি পৃথিবীর চেয়েও বেশি বাসযোগ্য। ইন্ডিপেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বার্সেলোনায় গোল্ডস্মিথ ভূ-রসায়ন কংগ্রেসের উত্থাপিত এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। গবেষণা দলের প্রধান স্টেফানি ওলসন বলেন, ‘আমরা গবেষণার মাধ্যমে একটা চমকপ্রদ উপসংহারে এসেছি। আর তা হলো, পৃথিবীর বাইরে কোনো কোনো গ্রহের পরিবেশ জীবের টিকে থাকার জন্য দারুণ অনুকূলে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব গ্রহে মহাসাগরের মতো ঘূর্ণন প্যাটার্ন দেখা গেছে। সেসব ঘূর্ণন প্যাটার্নের কোনো কোনোটি প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও বেশি অনুকূল বলে প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে। এটি আরও দেখাচ্ছে, ওই সব গ্রহের মহাসাগরে জীবের টিকে থাকার উপাদানের প্রাচুর্য আমাদের পৃথিবীর চেয়েও বেশি।’

 
Electronic Paper