ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিনটি অ্যাপ বন্ধ করছে ফেসবুক

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ০৪, ২০১৮

তেমনভাবে জনপ্রিয়তা না পাওয়ায় এবং ব্যবহারকারীর সংখ্যা কম থাকার কারণে তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক। এর মধ্যে গত অক্টোবরে কেনা টিবিএইচ (টু বি অনেস্ট) অ্যাপটিও আছে। অ্যাপটি কত টাকা দিয়ে ফেসবুক কিনেছিল তা প্রকাশ করা হয়নি।

বন্ধ করে দেয়া বাকি দুটি অ্যাপের নাম হ্যালো ও মুভস। ৯০ দিনের মধ্যে এসব অ্যাপ ব্যবহারকারীদের সব তথ্য মুছে দেবে ফেসবুক।
একটি ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, 'আমরা জানি এখনো কিছু মানুষ এসব অ্যাপ ব্যবহার করছে এবং এগুলো বন্ধ করে দিলে তারা হতাশ হবে। কিন্তু আমরা মূল কাজের প্রতি অগ্রাধিকার দিতে চাই।'
সূত্র: সিএনএন।

 
Electronic Paper