ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেসবুককে গুনতে হবে ৫০০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

সারা বিশ্বে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে। কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাতের ঘটনায় ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ ২০১৪ সাল থেকে এসব তথ্য হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিসি জানায়, প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত ও অপব্যবহারের অভিযোগ নিয়ে এফটিসি গত বছরের মার্চ থেকে তদন্তে নামে।

গত শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফটিসির কমিশনাররা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতায় ফেসবুককে রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা করেন। দুই-তৃতীয়াংশ ভোটে এ জরিমানার বিষয়টি অনুমোদিত হয়। রিপাবলিকান কমিশনাররা এ জরিমানার পক্ষে থাকলেও ডেমোক্রেটরা ছিলেন বিপক্ষে। পরে এ তথ্য অন্য গণমাধ্যমও প্রকাশ করে। তবে এসব প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য নেই বলে জানিয়েছে এফটিসি ও ফেসবুক কর্তৃপক্ষ।

জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করলেও এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মার্কিন বিচার বিভাগের সিভিল বিভাগ। চূড়ান্ত ওই সিদ্ধান্ত আসতে কত সময় লাগবে তাও স্পষ্ট নয় বলে ভাষ্য সূত্রগুলোর।

সবকিছু ছাপিয়ে ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করার সিদ্ধান্ত বহাল থাকলে তা হবে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এফটিসির আরোপ করা সর্বোচ্চ জরিমানা। গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছিল। যুক্তরাষ্ট্রের করা এই জরিমানার পরিমাণ ৫০০ কোটি ডলার হতে পারে বলে আগেই অনুমান করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, লন্ডনভিত্তিক কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল। তারা একটি অ্যাপের মাধ্যমে কয়েক কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার কৌশল নির্ধারণে কাজে লাগিয়েছিল। যদিও পরবর্তীতে এ তথ্য ফাঁসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ট্রাম্পকে। এখন সেই ট্রাম্প প্রশাসনই ফেসবুককে রেকর্ড পরিমাণ জরিমানা করতে চলেছে।

 
Electronic Paper