ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কম দামি ট্যাব আনছে স্যামসাং

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:৩৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

সাশ্রয়ী দামের একটি ট্যাব আনছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। মডেল গ্যালাক্সি ট্যাব এসফোর। সম্প্রতি এই ট্যাবটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের(এফসিসি) ছাড়পত্র পেয়েছে।

মিডরেঞ্জের এই ট্যাবটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। বেশ কয়েকটি মেমোরি ভার্সনে এটি পাওয়া যাবে।
জিএসএম এরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, এফসিসির ওয়েবসাইটের তথ্য মতে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস ফোর এসএম-টি৮৩৫ কোড নেমে তৈরি হচ্ছে। এটি ফোরজি ট্যাব।
ট্যাবটির পুরত্ব হবে ২৪৯.৩×১৬৪.৩ মিলিমিটার। এতে ব্লুটুথ ৫.০ সমর্থন করবে। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এই ফোনটিতে বিশেষ ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।
গিগবেঞ্চের তথ্য অনুযায়ী, স্যামসাং ট্যাব এস ফোরে থাকছে ১০.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৬০০x২৫৬০ পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা ৭ মেগাপিক্সেলের।
ট্যাবটির দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

 

 
Electronic Paper