ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কমতে পারে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা!

খোলা কাগজ ডেস্ক
🕐 ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

ফেসবুকের মেসেজিং অ্যাপেগুলোর মধ্যে সমন্বয় গড়ে উঠলে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সম্প্রতি ফেসবুক তার মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ক্রসঅ্যাপ ট্রাফিক চালু করা নিয়ে চিন্তা- ভাবনা করছে। এই পরিকল্পনা এখনও অবশ্য প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে এই পরিকল্পনা রূপায়িত হলে ফেসবুকের তিন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মধ্যে সমন্বয় বা ক্রস অ্যাপ ট্রাফিক গড়ে উঠবে। আর তাতেই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা দূর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কারণ, হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে পুরোপুরি সুরক্ষিত। ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে গোপনীয়তা বাধ্যতামূলক নয়। তার জন্য ‘সিক্রেট কনভারসেশন’ নামে একটি অপশন রয়েছে। ফেসবুকের ইনস্টাগ্রামের আবার এমন কোনও ব্যবস্থাই নেই।

সুতরাং ফেসবুক যদি তার সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক মিশিয়ে দিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা কমবে বলেই আশঙ্কা করেছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক, ক্রিপ্টোগ্রাফর ম্যাথিউ গ্রিন।

 
Electronic Paper