ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন ভবিষ্যৎ হবে মঙ্গলগ্রহে

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

লাগামহীনভাবে বেড়ে চলেছে পৃথিবীর জনসংখ্যা সঙ্গে বাড়ছে পরিবেশদূষণ। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে সঙ্কট বাড়ছে প্রতিদিন। তাই বিকল্পের সন্ধান চলছিল দীর্ঘদিন ধরে। তাতে সাফল্যও পাওয়া গিয়েছে কিছুটা। বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলই হতে পারে আমাদের ভবিষ্যতের ঠিকানা।

সেখানে বসতি তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা মিলে ‘মার্স ওয়ান প্রজেক্ট’-এর কাজের আওতায় ২০৩২ সালের মধ্যে মঙ্গলগ্রহে উপনিবেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘর-বাড়ি, প্রয়োজনীয় সুযোগ সুবিধা-সহ ছোট ছোট এলাকা গড়ে তোলা হবে। বার বার করে সেখানে পাঠানো হবে মহাকাশচারীদের। পৃথিবীর মতো সেখানেও সাধারণ জীবন যাপন করা সম্ভব কি না তা পর্যবেক্ষণ করে দেখা হবে।

কিন্তু প্রতিকূল পরিস্থিতির জন্য বিশেষ বন্দোবস্ত দরকার। আর সেই উদ্যোগে কাজ শুরু করে দিয়েছে নিউইয়র্কের এআই স্পেস ফ্যাক্টরি সংস্থা। সংস্থার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা মঙ্গলের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কেমন ঘর-বাড়ি তৈরি করা যায়, তার পরিকল্পনাও শুরু করে দিয়েছেন।

 

 
Electronic Paper