ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোবাইল ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

রোববার দিনের প্রথম প্রহরে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার। শনিবার দুপুর থেকেই মোবাইল ইন্টারনেটের ফোর ও থ্রি জি সেবা বন্ধ করে দেওয়া হয়। পরে মধ্যরাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে টু জি ইন্টারনেট সেবাও বন্ধ করার নির্দেশনা দেয়।

আজ রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে এ সেবা বন্ধ করে দেওয়া হয়। ভোটের পরদিন অর্থাৎ আগামীকাল সোমবার প্রথম প্রহর পর্যন্ত এই ইন্টারনেট সেবা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

এর ফলে শনিবার রাত ১১টার পর থেকে মোবাইল গ্রাহকরা সম্পূর্ণরূপে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সারা দেশে ২৯৯ আসনে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ভোটের দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত মোবাইল ফোনে ইন্টারনেট পাওয়া যাবে না।

 
Electronic Paper