ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বের প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
🕐 ৯:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠান থুরায়া বাজারে এনেছে বিশ্বের প্রথম স্যাটেলাইট অ্যান্ড্রয়েড স্মার্টফোন। বাংলাদেশি মুদ্রায় এটির দাম পড়বে প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।

২৬২ গ্রাম ওজনের নতুন এই স্মার্টফোনের নাম এক্স-ফাইভ টাচ। এতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ২ গিগাবাইট র‍্যামের এই স্মার্টফোনের স্টোরেজ ক্ষমতা ১৬ গিগাবাইট। এই স্টোরেজ আরও বাড়াতে পারবেন গ্রাহকরা। এর ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

স্যাটেলাইট স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৭ দশমিক ১ নুগাট অপারেটিং সিস্টেম দিয়ে পরিচালিত হবে। স্যাটেলাইট কলের জন্য এই স্মার্টফোনে একটি এন্টেনা সংযুক্ত করা হয়েছে। এতে দু'টি সিম ব্যবহার করা যাবে। এর মধ্যে একটি স্লটে যেকোনো সিম এবং অন্য স্লটটি স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপনে ব্যবহার করতে হবে।

 

 
Electronic Paper