ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্ন হতে পারে

অনলাইন ডেস্ক
🕐 ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২৩

১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্ন হতে পারে

সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম সোমবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিএল কর্তৃপক্ষ।

৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১১ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ৭ মিনিট এই সৌর ব্যতিচার ঘটবে বলে জানায় বিএসসিএল।

 
Electronic Paper