ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউরোপীয় কমিশনের কর্মীদের ডিভাইসে নিষিদ্ধ হলো টিকটক

অনলাইন ডেস্ক
🕐 ১০:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

ইউরোপীয় কমিশনের কর্মীদের ডিভাইসে নিষিদ্ধ হলো টিকটক

ইউরোপীয় কমিশনে কর্মরত কর্মীদের তাদের ফোন ও কর্পোরেট ডিভাইস থেকে চাইনিজ অ্যাপ টিকটক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন বলেছে, ‘ডেটা রক্ষা ও সাইবার নিরাপত্তা বৃদ্ধি’র জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ইইউর মুখপাত্র সোনিয়া গোসপোডিনোভা বলেছেন, ‘নিরাপত্তার কারণে ইউরোপীয় কমিশনের কর্পোরেট ব্যবস্থাপনা বোর্ড, ইইউর নির্বাহী শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।’এ নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় কমিশনের কর্মীরা অফিস থেকে দেওয়া ফোনের পাশাপাশি ব্যক্তিগত ফোনেও টিকটক ব্যবহার করতে পারবেন না।

কমিশন বলেছে, তাদের প্রায় ৩২ হাজার স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন। তাদের অবশ্যই ১৫ মার্চের মধ্যে অ্যাপটি সরিয়ে ফেলতে হবে।

গত জানুয়ারি মাসে নেদারল্যান্ডসও সরকারি কর্মকর্তাদের ফোন থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার পরামর্শ দেয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যও সরকারি ফোনে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : বিবিসি, এএফপি

 
Electronic Paper