ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার সীমিত করছে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
🕐 ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার সীমিত করছে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ওপেন এআই চ্যাটবট চ্যাটজিপিটি বিশ্বজুড়েই হইচই ফেলেছে। অনেকেই আগ্রহভরে নিজের কাজের জন্য দ্বারস্থ হচ্ছেন এই চ্যাটবটের। কেউ যেমন এর ইতিবাচক দিক দেখেছেন, কেউ আবার একে সরাসরি বাতিল করে দিতে চাইছেন।

 

এই মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই কর্মীদের জন্য চ্যাটজিপিটির ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করেছে মার্কিন বহুজাতিক অর্থনৈতিক কোম্পানি জেপিমরগান চেজ।

এর আগে অনলাইন জায়ান্ট অ্যামাজন ও বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যাল চ্যাটজিপিটি ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করে। তারই ধারাবাহিকতায় জেপিমরগানও কর্মক্ষেত্রে চ্যাটজিপিটির ব্যবহার সীমিত করেছে।

অনেক কোম্পানির কর্মীরাই এখন ইমেইল ও গবেষণা প্রবন্ধ লেখার কাজে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছে। তাদের দাবি, এতে কাজের গতি বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালের নভেম্বরে উন্মুক্ত করে দেওয়ার পর থেকে ক্রমে বাড়ছে চ্যাটজিপির জনপ্রিয়তা। অনেকে পড়াশোনা ও গভীর জানাবোঝার ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

 
Electronic Paper