ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
🕐 ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিমকার্ড ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক না থাকায় এই সিমকার্ড ব্যবহারকীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

 

গ্রামীণফোনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অপারেটরের নেটওয়ার্ক নিয়ে ঝামেলায় পড়ার কথা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। ভোগান্তির কথা বলছেন তারা। কেউ কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

আমরা আন্তরিকভাবে দুঃখিত: গ্রামীণফোন

ব্যবহারকারীরা বলছেন, কারো ফোনে শুধু লেখা আসছে, ‘নট রেজিস্ট্রার অন নেটওয়ার্ক’। কারো বা সিগন্যালের জায়গায় কিছুই লেখা আসছে না। কল,ম্যাসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না।

এ ব্যাপারে গ্রামীণফোনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটে দেয়া ফোন নম্বরে কলও যায়নি।

 
Electronic Paper