ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

অনলাইন ডেস্ক
🕐 ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২৩

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ হতে যাওয়ায় খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ এবং অ্যামাজন স্টোরসহ বেশ কয়েকটি বিভাগের কর্মীরা এই ছাঁটাইয়ের কবলে পড়তে পারেন। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রযুক্তি খাতে জায়ান্ট কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি জানান, যাদের চাকরি যাচ্ছে তাদেরকে আগামী ১৮ জানুয়ারি থেকে জানানো হবে।আমরা কর্মীদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।, 

কম্পানিটির কর্মীর সংখ্যা তিন লাখের মতো। সেই হিসাবে ১৮ হাজার কর্মী ছাঁটাই হলে অ্যামাজনের প্রায় ৬ শতাংশ কর্মী চাকরি হারাবেন। গত নভেম্বরে অ্যামাজন বলেছিল, কম্পানিটি কর্মী ছাঁটাইয়ের একটি পর্ব শুরু করতে যাচ্ছে। তবে ঠিক কত কর্মী ছাঁটাই করা হবে, ওই সংখ্যা তখন জানানো হয়নি।,

সূত্র: সিএনএন, বিবিসি।

 

 
Electronic Paper