ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কম দামি পিক্সেল ফোন আনছে গুগল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
🕐 ১০:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

আগামী বছরের শুরুতে কম দামি পিক্সেল ফোন আনছে গুগল। এগুলোর দাম অন্য সব মিডরেঞ্জের ফোনের মতোই হবে। গত মাসে পিক্সেলের এক ইভেন্টে দুইটি নতুন প্রিমিয়াম পিক্সেল ফোন অবমুক্ত করে গুগল। এবার জানা গেল প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি পিক্সেল ফোন আনছে।

সম্প্রতি এই ফোনের নতুন কোড সামনে এসেছে। দুইটি নতুন ডাকনামে এই ফোনের অস্তিত্ব জানা গেছে। জানা গেছে এই স্মার্টফোনের ভেতরে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

যদিও এখনো এই বিষয়ে কোন মন্তব্য করেনি গুগল। তবে জানা গেছে আগামী বছর বাজারে আসবে এই স্মার্টফোন।

এই বছর অক্টোবর মাসে দুইটি নতুন পিক্সেল ফোন বাজারে এনেছিল গুগল। এগুলো ছিল পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএল। ফোন দুইটি ছিল ফ্লাগশিপ ঘরানার ফোন। এতে অ্যানড্রয়েডের সর্বাধুনিক ভার্সন পাই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।

 
Electronic Paper