ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুববার বাজিমাত

রোকেয়া ডেস্ক
🕐 ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

নামটাই কেমন যেন! কুবরার নিজের ভাষায়, ‘আমার নাম শুনলে অনেকে ভাবে সাপটাপের ব্যাপার আছে। আমি নাকি ফণা তুলি? উইকেট পেলে সতীর্থরা মজা করে বলে, কুবরা তুই কোপ দিলি? আমি বলি, কোপ আরও দেব (হা হা হা)।’

বাংলাদেশে নারী ক্রিকেটের উত্থান খুব বেশি দিনের নয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই যারা নিজেদের আলোয় নিয়ে আসতে পেরেছেন তাদের মধ্যে খাদিজাতুল কুবরাকে এক নম্বরে রাখলে বাহুল্য হবে না। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে এমনই এক রেকর্ড গড়েছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ। ছেলেদের ক্রিকেটেও এখনো যা হয়নি। ৯.৫ ওভার বোলিং করেছেন, এর মধ্যেই ২০ রানে ৬ উইকেট নিয়ে বিধ্বস্ত করেছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। পাকিস্তান গুটিয়ে যায় ৯৪ রানে।

বগুড়ার মেয়ে কুবরার ক্রিকেটজীবন শুরু ২০০৮ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মহিলা বিশ্বকাপ বাছাইয়ে। প্রথম আন্তর্জাতিক ম্যাচেই বাজিমাত; পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছেন চার উইকেট! সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড করে জানান দিলেন, পাকিস্তানই তার প্রিয় প্রতিপক্ষ। ফ্লাইটেড ডেলিভারি দিতেই স্বাচ্ছন্দ্য খাদিজাতুল কুবরার। ফ্লাইট থেকে একটু বাঁক নেয় বল, তাতেই ভিরমি খায় ব্যাটসম্যানরা, এখানেই কুবরা ভয়ঙ্কর।

এত খেলা থাকতে ক্রিকেট বেছে নিলেন কেন? এই প্রশ্নের অকপট উত্তর, ‘ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই ক্রিকেটই বেছে নিয়েছি।’ বলাবাহুল্য, ভালো খেলোয়াড় হয়ে ওঠার পেছনে এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা যা-ই হোক, ভালোবাসা না থাকলে ভালো কিছু করা অসম্ভব। অর্জনের জন্য খেলতে এলে, ভালো খেলা অসম্ভব।

সাকিব আল হাসানকেই আদর্শ মানে কুবরা। শচীন টেন্ডুলকারের বড় ভক্ত। টিভিতে ক্রিকেট খেলা চলতে থাকলে আর কিছু চাই না তার। এসব বিষয়ই বলে দেয়, বাংলাদেশের মহিলা ক্রিকেট অনেক দূর যাবে এই কুবরার হাত ধরে। ভালো খেলে নিশ্চয়ই ক্যারিয়ারটা আরও অনেক লম্বা করতে পারবে সে। সেই আত্মবিশ্বাস কুবরার ভেতরে আছে।

 
Electronic Paper