ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সফল জননী নূরজাহান

রোকেয়া ডেস্ক
🕐 ১২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

সফল জননী নূরজাহান

আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা এলাকার মৃত আব্দুল হক মৃধার স্ত্রী নূরজাহান বেগম। ১৯৮০ সালে চন্দ্রপুর গ্রামের কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে বড় তিনি। পারিবারিকভাবে অস্বচ্ছল ছিলেন। ১৯৯৬ সালে দশম শ্রেণীতে পড়া অবস্থায় বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেন। তার স্বামীর বয়স তখন ছিল ৪০ বছর। তিনি ধার্মিক ছিলেন। এ কারণে তার আর লেখাপড়া করা হয়নি। বিয়ের ছয় বছরের মাথায় তার ঘরে তিনটি সন্তান হয়। কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় তার স্বামীর ডায়াবেটিক হয়। ২০১৮ সালের ২১ এপ্রিল তার স্বামী মারা যান। তখন তিনটি সন্তান নিয়ে দুঃস্বপ্নের মতো পথচলা শুরু করেন নূরজাহান বেগম।

তিনি নিজেও যানতেন না এর শেষ কোথায়। নিজের সুখের কথা একবারও ভাবেননি। একটার পর একটা লড়াই করেছেন। মাতৃস্নেহ থেকে সন্তানদের কখনও বঞ্চিত করেননি। বর্তমানে তার বড় মেয়ে মনিরা খাতুনের (আদুরী) বয়স ২৩ বছর। তিনি কালিরহাট মডেল কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ও সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় মেয়ে সোহাগী খাতুনের বয়স ২০ বছর। তিনি বাংলায় অনার্স করছেন। তিনি কবি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার ছোট ছেলে আব্দুল লতিফ মৃধার বয়স ১৮ বছর। সে এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তরুণ লেখক পরিষদ লালমনিরহাট জেলা শাখার অর্থ সম্পাদকও সে। প্রতিবন্ধকতা দূর করে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করায় নূরজাহান বেগমকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে।

 
Electronic Paper