ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্মক্ষেত্রে সফল শাহানা

রোকেয়া ডেস্ক
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

কর্মক্ষেত্রে সফল শাহানা

আদিতমারী উপজেলার পশ্চিম দৈলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহানা পারভীন। বাবা মরহুম শাহাব উদ্দিন সাহিত্যক ছিলেন। বাবার লেখা সাহিত্যগুলো পড়ে তিনি লেখার অভ্যাস গড়ে তুলেন। তখন থেকে গল্প, কবিতা লেখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ঘরে এনেছেন। ছাত্রজীবন থেকে পড়ালেখার পাশাপাশি লেখালেখি শুরু করেন তিনি। নির্যাতীত, নিপীড়িত ও বঞ্চিত নারীদের মাঝে থাকা সুপ্ত প্রতিভাবে প্রস্ফুটিত করতে পাশে দাঁড়িয়েছেন তিনি। এসএসসি পাসের পর বাবা বিয়ে দেন আদিতমারী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক আলী হোসেন বসুনিয়ার সঙ্গে।

সংসারের পাশাপাশি সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পরও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও স্নাতক পাস করেন তিনি। ২০০০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দেড় যুগ থেকে পেশাদার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে পশ্চিম দৈলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে তিনি আছেন। সম্প্রতি স্বামী সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করায় স্বামীর সেবা, সংসার পরিচালনা, কর্মজীবনে দায়িত্ব পালন করার মাঝেও লেখনীর মাধ্যমে নারী জাগরণে কাজ করে যাচ্ছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজে নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত নারীদের নিয়ে বিশেষ লিখনীর মাধ্যমে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন শাহানা পারভীন। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন শাহানার হাতে ক্রেস্ট তুলে দেন। শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন শাহানা।

 
Electronic Paper