বিশ্বকাঁপানো জলবায়ুকন্যা
দুর্বলতাই শক্তি
রোকেয়া ডেস্ক
🕐 ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০১৯

সারা পৃথিবীতে হইচই ফেলে দেওয়া গ্রেটার খুব ছোট বেলাতেই একটি সমস্যা ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মধ্যে ‘অ্যাসপার্গারস’ নামে এক ধরনের জটিল রোগের সন্ধান পান ডাক্তাররা।
এই রোগ আসলে এক ধরনের অটিজম। এতে আক্রান্ত হলে কোনো ব্যক্তির শৈশব থেকেই জীবনব্যাপী বিকাশ প্রক্রিয়ায় এক ধরনের ত্রুটি বা পার্থক্য ঘটে, যার ফলে ব্যক্তির সামাজিক আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। এতে আক্রান্ত ব্যক্তি অলিখিত সামাজিক নিয়মাবলি বুঝতে পারেন না।
তবে, তারা দারুণ প্রতিক্রিয়াশীল হন এবং তাদের চিন্তা করার ক্ষমতাও প্রবল হয়, এমনকি যুক্তিতর্কেও তারা ভালো হন। কিন্তু বাস্তব জীবনে চলবার জন্য প্রয়োজনীয় নানা দক্ষতার অভাব দেখা যায়। তবে এসবে ভ্রক্ষেপ নেই গ্রেটার।
মনে করেন, বিশেষ ওই রোগগুলোর কারণেই তিনি গণ্ডির বাইরে গিয়ে ভাবতে পেরেছেন। গ্রেটা বলেন, ‘আমার মস্তিষ্ক একটু অন্যভাবে কাজ করে।’
