ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বর্ষা বিলাস

হামীম রায়হান
🕐 ৩:২৩ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

ঝুম ঝুম ঝুম সুরে মেঘের বুকচিরে-
নামে বর্ষার জলধারা।
আহা! কী আনন্দ! বলে বর্ষা বিলাসে-
জাগে ব্যাঙের পাড়া।

আষাঢ়ের জল অবিরাম ঝরে যায়,

উঠোনে ভাসে ভেলা,
ঝরে পড়া কদমের সাথে শৈশবের-
স্মৃতি করে খেলা।

বাদলের দল এসে মনের মাঝে-
জাগায় হারানোর ব্যথা,
বর্ষার সুর ধরে ডাহুকের গান,
স্বপ্নে আঁকা নকশিকাঁথা।

হামীম রায়হান
সভাপতি
এগারজন, পটিয়া, চট্টগ্রাম

 
Electronic Paper