ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংগীতের ঝংকারে নারীশক্তি

এফ মাইনর

রোকেয়া ডেস্ক
🕐 ১:৪২ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯

সব নারী সদস্য বিশিষ্ট প্রথম আদিবাসী ব্যান্ডের নাম এফ মাইনর। জন্ম ২০১৬ সালে। তাদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।

এফ মাইনরের সমন্বয়ক সংগীতশিল্পী জাদু রিছিল ভেবেছিলেন, আদিবাসী নারীদের নিয়ে একটা গানের দল করার। চিন্তামতে শুরুতে তিনজন নিয়ে এই দলের যাত্রা আরম্ভ করান তিনি। এখন দলে রয়েছেন পাঁচজন শিল্পী।

অচিরেই তাদের একটি অ্যালবামও বাজারে আসবে। এফ-মাইনর ব্যান্ডের পাঁচ নারী সদস্য হলেন পিংকি চিরান (ভোকাল), নাদিয়া রিছিল (গিটার, উইকেলেলে ও ভোকাল), গ্লোরিয়া মান্দা (লিড গিটার), লুসি চিছাম দিবা (কাজন), একিউ মারমা (কিবোর্ড)।

 
Electronic Paper