ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একাত্তরের দুই অগ্নিকন্যা

‘দেশের পতাকা দেখলে কান্না আসে’

রোকেয়া ডেস্ক
🕐 ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

ক্যাপ্টেন সিতারা বেগম মুক্তিযুদ্ধের দুজন নারী বীর প্রতীকের একজন এই সাদামাটা তথ্য ছাড়া তার ব্যাপারে বর্তমান প্রজন্ম প্রায় কিছুই জানে না।

মুক্তিযুদ্ধে সীমাহীন ত্যাগের পরও একটা উপাধি ছাড়া তার ভাগ্যে তেমন কিছু জোটেনি। উপরন্তু ১৯৭৫ সালে দেশীয় ঘাতকদের হাতে নিহত হন ক্যাপ্টেন সিতারার বড় ভাই মেজর এ টি এম হায়দার। যে গেরিলা কমান্ডারকে হানাদাররা স্পর্শ করতে পারেনি স্বাধীন দেশে তাকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে।

তার মতে, যেহেতু তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তাই হয়তো প্রাণে বেঁচে গেছেন। নয়তো অন্য সবার মতো তাকেও কোনো না কোনো ষড়যন্ত্রের জালে ফেলে হত্যা করা হতো। বড় ভাইকে হত্যার পর থেকে দেশের প্রতি তার তীব্র অভিমান।

বলেন, ‘দেশের পতাকা দেখলে কান্না আসে আমার’। ভাইয়ের মৃত্যুও পর আর দেশে আসেননি এ মহীয়সী। প্রবাসেই নিভৃত জীবন কাটাচ্ছেন।

 
Electronic Paper