ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিদিন গড়ে খুন হন ১৩৭ নারী

বিবিধ ডেস্ক
🕐 ৯:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী তাদের পুরুষ সঙ্গী বা পার্টনার অথবা পরিবারের সদস্যদের হাতে খুন হচ্ছেন। জাতিসংঘের ড্রাগ ও অপরাধসংক্রান্ত দপ্তর তাদের এক গবেষণায় এ পরিসংখ্যান তুলে ধরেছে।

তারা বলছেন, এ তথ্য থেকে বোঝা যায়, নারীরা যে বাড়িতে থাকেন সেই বাড়িতেই তাদের নিহত হওয়ার ঝুঁকি হয়তো অনেক বেশি। ২০১৭ সালে সারা বিশ্বে ৮৭ হাজার নারী নিহত হয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি মারা গেছেন তাদেরই ঘনিষ্ঠজনের হাতে।

জাতিসংঘের এ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৩০ হাজার নারী নিহত হয়েছেন তাদের খুব কাছের সঙ্গী বা পার্টনার এবং বাকি ২০ হাজার মারা গেছেন তাদেরই কোনো না কোনো একজন আত্মীয়র হাতে। সংগৃহীত তথ্যে দেখা যায়, ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের হিসেবে পুরুষের খুন হওয়ার হার নারীর তুলনায় চারগুণ বেশি। সারা বিশ্বে প্রতি ১০টি হত্যাকাণ্ডের মধ্যে আটজনই পুরুষ যারা অন্যের হাতে খুন হচ্ছেন।

তবে এই একই প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ কোনো পুরুষ সঙ্গী বা পার্টনারের হাতে খুন হওয়া প্রতি ১০ জন মানুষের মধ্যে আটজনেরও বেশি নারী। ঘনিষ্ঠ পার্টনারের সহিংসতার কারণে প্রচুরসংখ্যক নারীকে প্রাণ হারাতে হচ্ছে। সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যে এ প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ।

২০১৮ সালের ১ অক্টোবর সারা বিশ্বে যত নারী অন্য একজনের হাতে খুন হয়েছেন- সংবাদমাধ্যমে প্রকাশিত সেসব খবরের ওপর বিশ্লেষণ করেছে বিবিসি। তাতে দেখা গেছে, ২১টি দেশে ৪৭ জন নারী নারী-পুরুষসংক্রান্ত কারণে খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো তদন্ত চলছে।

সূত্র : বিবিসি

 
Electronic Paper