ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরে ভোটের মাঠে জোটের নেতারা

সুশান্ত ভৌমিক, রংপুর
🕐 ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

একাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই জোরেশোরে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপির মহাজোট। রংপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জোটের বাইরে নিজ নিজ দলের হয়ে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির মনোননয়নপ্রত্যাশীরা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা গঙ্গাচড়া-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জাতীয় পার্টির এ নেতার সমর্থক মমিনুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী রাঙ্গা অধিকাংশ সময় নিজ এলাকায় থাকেন, সাধারণ মানুষের কথা শোনেন। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু মনোনয়নপ্রত্যাশী হিসেবে জনসংযোগের অংশ হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান রংপুর সদর আসনের মানুষ। তিনি বেশ কিছুদিন থেকে এ আসনে নৌকার প্রতীক চেয়ে সভা-সমাবেশ করেছেন। তিনিও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে জনগণের কাছে নিজেকে নৌকার প্রার্থী হিসেবে জানান দিয়েছেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলও নৌকার প্রাথী হবেন।

তিনি প্রতিটি মণ্ডপ পরিদর্শনের সময় নিজেকে আগামী দিনের এমপি প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি রংপুর-৪ আসনের এমপি। তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় করছেন। বদরগঞ্জের এমপি আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক ডিউক নিজ এলাকাতে বেশি থাকেন। এ আসনে জাসদের প্রার্থী কুমারেষ রায়সহ জাতীয় পার্টির একাধিক নেতা পূজা উপলক্ষে নিজেকে জনগণের সামনে তুলে ধরেন। রংপুর-৬ আসনের এমপি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ আসনটি ছেড়ে দিলে এখানে নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি এলাকায় না থাকলেও দলের পক্ষে পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ, বিএনপির সাবেক এমপি নূর মোহাম্মদ মণ্ডল, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জাপার নূর আলম যাদু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, জাসদের সাব্বির আহমেদসহ বিভিন্ন দলের নেতারা নিজেদের জনগণের কাছে উপস্থাপন করছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper