ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাহজাবিন খালেদের নির্বাচনী প্রচারণা

জামালপুর প্রতিনিধি
🕐 ১১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবীর আগাম নির্বাচনী সুধী সমাবেশে তৃণমূল আওয়ামী লীগের ঢল নামে। গত শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা বাজারে অনুষ্ঠিত ওই সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি মাহজাবিন খালেদ বেবী।

এ সময় তিনি বলেন, দেশের এবং দেশের মানুষের জন্য উন্নয়ন করতে হলে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এ কাজের জন্য অগ্রণীয় ভূমিকা রাখতে হবে তৃণমূলকে। কারণ, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। সমাবেশে আওয়ামী লীগের মধ্যে বিএনপি-জামায়াত অনুবেশকারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে মাহজাবিন খালেদ বেবী এমপি বলেন, এখন দলের মধ্যে বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা দলের ক্ষতিসাধন করতে নানাবিধ সুযোগ খুঁজছে।

বলা যায়, নব্য কিংবা হাইব্রিট আওয়ামী লীগারদের অপদাপটে প্রকৃত আওয়ামী লীগরা আজ অনেকটাই অস্তিত্ব সংকটে। তাই আমাদের স্মরণ রাখতে হবে, হাইব্রিটরা কখনো মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শ মানতে চাইবে না। সে কারণেই হাইব্রিটদের দিয়ে দলের সুফল বয়ে আনবে না।

তিনি বলেন, আমি সব সময় প্রকৃত আওয়ামী লীগ ভক্তদের ভালোবাসি। জননেত্রী শেখ হাসিনারও এটাই আদর্শ।

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম স্মৃতি পরিষদের চরগোয়ালিনী ইউনিয়ন শাখা আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ আকন্দ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নোয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, চরগোয়ালিনী ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসু, শফিউল আলম স্বপন, আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুজন মিয়া, মোবারক হোসাইন, স্থানীয় সুধীরা।

এছাড়া একইদিন রাতে উপজেলার পৌর শহরের মোশারফগঞ্জ রেলস্টেশন মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারণার লক্ষ্যে আয়োজিত অপর এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহজাবিন খালেদ বেবী এমপি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper