ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগের চমক শিউলী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে নতুন চমক হচ্ছেন শিউলী আজাদ। তিনি এ আসনের এলাকাবাসীর কাছে সর্বজন গ্রহণযোগ্য ভদ্র নারী হিসেবে পরিচিত ও সুপ্রতিষ্ঠিত।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার আশায় প্রচারণা চালাচ্ছেন অবিরাম। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহাজোট প্রার্থীকে নিজ আসন ছেড়ে দেন তিনি। এবার পুনরায় আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়নপ্রত্যাশী শিউলী আজাদ।

প্রয়াত স্বামীর ২২ বছরের গড়ে তোলা মাঠে স্বামীর নীতি ও আদর্শকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নেমেছেন শহীদ এ কে এম ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ।

তিনি বলেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে ২০১৪ সালের নির্বাচনে আমার পরিবার থেকে যে কেউ নির্বাচনে দাঁড়ালে পাস করত। কিন্তু নেত্রীর কথায় আমি এ আসন ছেড়ে দেই। এবার দলের শীর্ষ নেতাদের পরামর্শে আবারও নির্বাচনী প্রচারণায় নেমেছি। আশা করছি নেত্রী এবার আর নিরাশ করবেন না।

তিনি বলেন, আমি সরাইল ও আশুগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি এমন সব স্থানে গিয়েছি যেখানে এখন পর্যন্ত কোনো মনোনয়নপ্রত্যাশী যাননি। আমাকে নিজ এলাকায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণার খবর পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আর সে কারণেই দুর্গম চর অঞ্চলগুলোতে আমি আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছি।

এদিকে এলাকাবাসী জানান, নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী প্রত্যাশী হলেও স্থানীয়ভাবে এলাকাবাসীর কাছে দারুণ জনপ্রিয় শিউলী। আর সে কারণে দলমত নির্বিশেষে তার প্রতি সমর্থন রয়েছে স্থানীয় মানুষের।

শিউলী আজাদ বলেন, ডিজিটাল বাংলাদেশের বিপ্লব চলছে, অথচ আমার এ অঞ্চলে এখনো এমন গ্রাম আছে, যেখানে শিক্ষার আলো ঠিকমতো পৌঁছায়নি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper