নৌকার গণসংযোগে মুক্তিযোদ্ধারা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার পক্ষে গণসংযোগ চালিয়েছেন বীরমুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনভর পরিবার-পরিজন নিয়ে তারা এ গণসংযোগ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা বুদু মিয়া, গোলাম মোস্তফা, রঞ্জিত কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ, জোতিশ মহন্ত প্রমুখ জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকাসহ নৌকা প্রতীকের প্রার্থী গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছবিসহ প্ল্যাকার্ড হাতে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবার সাহায্য কামনা করেন।