ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আওয়ামী লীগ-বিএনপি নতুন উদ্যমে

বি এম রাকিব হাসান, খুলনা
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা খুলনা। প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতীক যথাক্রমে নৌকা ও ধানের শীষের প্রচারণায় মুখর অলিগলি। দলীয় নেতাকর্মীরা রাস্তার অলিতে-গলিতে পোস্টার সাঁটিয়েছেন। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ। খুলনার ছয়টি আসনের ৩৫ প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীরা জোরেশোরে প্রচারণা করেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী নিজেই।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আনন্দোলনের আব্দুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্টের মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির এইচ এম শাহাদত (কাস্তে) এবং বি এনএফের এস এম সোহাগ (টেলিভিশন)।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), বিএনপির রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোজাম্মিল হক (হাতপাখা), জাকের পার্র্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও বাসদের জনাদন দত্ত (মই)।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), বিএনপির আজিজুল বারী হেলাল (ধানের শীষ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেএম আলী দাদ (কোদাল), বিএনএফের মেজর (অব.) শেখ হাবিবুর রহমান (টেলিভিশন), ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ (হাতপাখা) ও জাকের পার্টির আনসার আলী (গোলাপ ফুল)।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), জামায়াতের মিয়া গোলাম পরোয়ার (ধানের শীষ), সিপিবির চিত্তরঞ্জন গোলদার (কাস্তে), ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান (হাতপাখা) ও জাতীয় পার্টির শহীদ আলম (লাঙ্গল)।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু (নৌকা), জামায়াতের আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ (হাতপাখা), জাকের পার্র্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির সুবাস চন্দ্র সাহা (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মির্জা গোলাম আজম (টেলিভিশন)।

গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে দুঃখজনকভাবে কিছু কিছু জায়গায় হামলার ঘটনায় ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবুও জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper