ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নৌকার মাঝি হতে চান ২০ জন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
🕐 ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ১২ নভেম্বর পর্যন্ত নাটোর-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে আওয়ামী লীগের ২০ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় এবং তাদের মধ্যে অনেকে জমা দিয়েছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশবিষয়ক সদস্য এবং রাজশাহী বিভাগের মনোনয়ন বোর্ডের সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল এ তথ্য জানান।

এ আসন থেকে এ যারা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম, সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কর্নেল (অব.) রমজান আলী, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য সিলভিয়া পারভীন লেনি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদুর রহমান চাঁদ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইছাহক আলী, বাগাতিপাড়া উপজেলার সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশবিষয়ক সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, নাটোর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, নাট্যব্যক্তিত্ব রফিকুল ইসলাম বুলবুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ বাবুল আক্তার, আনিসুর রহমান ও মনির উজ্জমান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper